Duration 3:47

সত্যি আর দেখতে ইচ্ছে করেনা কোন এক ডাস্টবিনে পড়ে থাকা নবজাতককে | S1 E2 | Social Awareness | Target 365

630 watched
0
19
Published 20 Dec 2018

সত্যি আর দেখতে ইচ্ছে করেনা কোন এক ডাস্টবিনে পড়ে থাকা নবজাতককে | S1 E2 |Social Awareness|Target 365 কিছু কথা নেয়া হয়েছে আমাদের সজল ভাই এর কাছ থেকে তার ফেইসবুক আইডি লিংক : https://www.facebook.com/princemuhammad.sajal *** দয়া করে পুরো ভিডিও না দেখে কেউ মন্তব্য করবেন না | আমার কথা গুলো যদি আপনার ভালো না লাগে তাহলে ভিডিও টি এড়িয়ে যাবেন ***** ছেলের বয়স ২৩-২৫,ছেলেকে বিয়ে দিচ্ছেন না,কারন আপনার ধারনা ছেলে এখনও ছোট। আপনার কাছে ছেলে অবশ্যই ছোট কিন্তু সে নিজে জানে,সে আসলে কতটা বড় হয়ে গেছে।সে এটা আপনাকে ডিটেইলে বলতে পারে না। বলতে গেলে আপনার চাইতে সেই লজ্জা বেশি পাবে। আমাদের সমাজে একটি তথা কথিত আইন চালু আছে তা হলো ছেলে যখন নিজের পায়ে দাড়াতে পারবেন তখনই সে বিয়ের জন্য উপযুক্ত হবে | আর এই আইন এর মধ্যে সবাই আবদ্দ | কেউ যদি তার ছেলেকে কে কম বয়স এ বিয়ে করায় তাকে নিয়ে লোক সম্মুখে অনেক কানা গোসা হয় | কিন্তু বাস্তবিক পক্ষে আসলে এই তথা কথিত আইন কতটুক যুক্তি সংঘত ? আপনি বলতে পারেন ছেলে বিয়ে করলে বউকে খাওয়াবে কি?? প্রশ্ন হচ্ছে,যে মেয়েটাকে সে এখন বিয়ে করার কথা ভাবছে,সে কি এত বছর না খেয়ে ছিল?? বিয়ে যদি আরও পাচ বছর পরও হয়,মেয়ে কি না খেয়ে থাকবে?? মেয়ে যদি বিয়ে ছাড়া কোনভাবেই না খেয়ে না থাকে তাহলে শুধু বিয়েটা পড়ানোর পরেই কেন খাওয়ার চিন্তা আসবে??মেয়ে তার বাপের কাছে থাকুক,ছেলের যখন সামর্থ্য হবে মেয়েকে নিয়ে আসবে নিজের কাছে। আসলে এসব কথা বলার মানে কি ? অনেক মানে আছে প্রায় ২ একদিন পর পর ই খবর এর কাগজে বা টিবি চ্যানেল এ শোনা যায় অমুক জায়গায় ডাস্টবিন থেকে মৃত জীবিত নবজাতক পাওয়া গেছে | অমুক জায়গায় রেপ হয়েছে কোনো মেয়ে | অমুক জায়গায় কোনো মেয়ের লাশ পরে আছে | আসলে এসব কারা করছে কেনো করছে তা কিন্তু সবাই জানে | একটি ছেলে ১৮ থেকে ২০ বছর বয়স এই যৌন সম্পর্কিত সব ধারণা পেয়ে যায় | আর শারীরিক ভাবেও প্রত্যেক এর মধ্যে যৌন চাহিদা থাকেই | যেহেতু আমাদের সমাজ এ তথ্য কথিত আইন চালু আছে সেহেতু কোনো ছেলেই সপ্নেও মনে করতে পারে না যে তাকে সঠিক সময় বিবাহ দেয়া হবে | এবং এসব যৌন চাহিদা মিটাতে গিয়ে সে অনেক খারপ কাজে লিপ্ত হয় | যেমন অবাদ মেলামেশা , নেশা , রেপ সহ আরো কত কি | আর যার ফলাফল আমাদের দেখতে হয় কোনো ডাস্টবিন এ নবজাতক শিশুর মাধ্যমে না হয় কোনো মেয়ের মৃত্যর মাধ্যমে | এই বছরের মে মাসেই ৩৫ জন নবজাতককে জীবিত ও মৃত অবস্থায় ডাস্টবিনে পাওয়া গেছে। তবে রাজধানীতে এর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। ২০১৭ সালে পাওয়া গেছে ১৭ জন পরিত্যক্ত নবজাতককে। ২০১৬ সালে পাওয়া গেছে নয় শিশু। এর আগের বছর ২৪ জন নবজাতককে পাওয়া যায়। এছাড়া ১২ জন নবজাতককে ডাস্টবিন থেকে উদ্ধার করা হয় ২০১৪ সালে। এভাবে কুড়িয়ে পাওয়া নবজাতককের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে। ২০১৮ সালে প্রথম ৪ মাসে ২৭ জন অজ্ঞাত শিশুর লাশ পাওয়া গেছে। আর আমি যদি রেপ এর কথা বলি তাহলে তা অগণিত | সবাই তো আর সামনে আসে না | কত মেয়ে লোক চোখের আড়ালেও রেপ হচ্ছে তার খবর কেই বা রাখে | জানি এসব কথা আমার মুখে মানায় না | তবু বলতে হচ্ছে | স্দত্তি আর দেখতে ইচ্ছে করে না কোনো ডাস্টবিন এ পরে থাকা নবজাতক কে | আর দেখতে ইচ্ছে করে না কোনো বোন কে নির্যাতিত হতে | আমাদের সমাজ ব্যবস্থায় এসব এর পিছনে মূল দায়ী | সমাজের মানুষ বুজতেই চায় না এসব বিষয়| দেখতে চায় না পিছনের দৃশ্য | সবাই শুদু সামনের বিষয় গুলোকেই নিয়েই সমালোচনায় মেতে থাকে | আর সমাজের এসব খামখেয়ালির কারণে নষ্ট হচ্ছে আমাদের যুব সমাজ | দাবীত হচ্ছে pornography দিকে | চলে যাচ্ছে নেশার জগত এ | জড়িত হচ্ছে অবাদ মেলামেশায় | দুরে সরে যাচ্ছে দর্মীয় অনুশাসন থেকে | এসব বিষয় নিয়ে কেউ খোলামেলা কথা বলতে চায় না | কিন্তু আমাদের সত্যি প্রয়োজন এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলা | যদি আজ আপনার মেয়ে আপনার বন আপনার ভাই আপনার ছেলে যদি এসব থেকে নিজেকে বিরত না রাখতে পারে তখন আপনার করার মত কি থাকবে ? প্রশ্নটা আপনার কাছেই রইলো | বিয়ে যে একমাত্র সমাধা তাও আমি বলছি না তবে ছেলে কে সঠিক সময় এ বিয়ে দেয়াটাই হলো আসল | সমাজের তথা কথিত নিয়ম নীতি যদি পরিবর্তন হয় তাহলে যুব সমাজ এসব নীতিবাচক দিক থেকে নিজ দায়েত্বে ই ধুরে থাকবে | একটু ভেবে দেখেন,এই বয়সে আপনার ডিসিশনের কারনে বিয়ে না করে যে ছেলেটা বা মেয়েটা বছরের পর বছর ধরে গুনাহ করে যাবে,এগুলোর হিসাব আপনাকেই হাশরের ময়দানে চুকাতে হবে। তখন কাকে কৈফিয়ত দেবেন??

Category

Show more

Comments - 2