Duration 1:45

সাব্বাস বাংলাদেশ এবার দেশেই স্যাটেলাইট ও রকেট তৈরি করবে বাংলাদেশ Bangladeshi Satellite |

3 888 watched
0
131
Published 16 Mar 2022

দেশেই রকেট ও স্যাটেলাইট তৈরি এবং উৎক্ষেপণে নতুন এক উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। বাণিজ্যিকভাবে মহাকাশ জীবনের উপযোগী বিভিন্ন মডিউল তৈরি করতে ৬ মার্চ তিনটি সমঝোতা চুক্তি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যারোস্পেস অ্যান্ড এভিয়েশন বিশ্ববিদ্যালয়। একটি চুক্তি ব্রিজ টু বাংলাদেশ (বিটুবি)-এর সঙ্গে; দ্বিতীয়টি পিকো স্যাটেলাইট এবং তৃতীয়টি অ্যাসপায়ার টু ইনোভেশন (এটুআই)-এর সঙ্গে। সাব্বাস বাংলাদেশ !! এবার দেশেই স্যাটেলাইট ও রকেট তৈরি করবে বাংলাদেশ !! Bangladeshi Satellite | এই চুক্তির মাধ্যমে দেশে একটি মহাকাশ ইকো সিস্টেম গড়ে তুলবে প্রতিষ্ঠান চারটি। চুক্তিকারী ব্যক্তিদের প্রত্যাশা বাংলাদেশ একদিন নিশ্চয় মহাকাশ যুগে বাংলাদেশের নাম উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে। সাব্বাস বাংলাদেশ !! এবার দেশেই স্যাটেলাইট ও রকেট তৈরি করবে বাংলাদেশ !! Bangladeshi Satellite |

Category

Show more

Comments - 7