Duration 6:49

কাতারে অবৈধদের বৈধ হওয়ার শেষ সুযোগ।The last chance to legalize illegals in Qatar .srpa2z

20 730 watched
0
1.1 K
Published 8 Oct 2021

কাতারে অবৈধদের বৈধ হওয়ার শেষ সুযোগ। অবৈধ হয়ে পড়া প্রবাসীদের বৈধ হওয়ার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে উল্লেখ করা হয় কাতারে যারা আইডির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে অবৈধ হয়ে আছে বা আইডি না করে অবৈধ হয়ে আছে অথবা ফ্যামেলি ভিসায় এসে ভিসার মেয়াদ পার হয়ে অবৈধ হয়ে আছে তারা আগামী ১০ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত সিআইডি অফিসে যোগাযোগ করতে হবে। এসব অবৈধ ব্যক্তিদের জরিমানা পুরোপুরি মাফ অথবা আংশিক মওকুফ করার ব্যাপারে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে। এরপর আইনি প্রক্রিয়ায় নিজেদের অবস্থানকে বৈধ করার সুযোগ পাবেন প্রবাসীরা। তবে যারা এই সুযোগ গ্রহণ করবে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কতা দিয়েছে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন দেশের কর্মী যারা নানা কারণে অবৈধ হয়ে আছে তাদের বৈধ হওয়ার সুযোগ দিবে কাতার। # আইডির মেয়াদ শেষ। # আইডিতে কয়েক বছরের জরিমানা। # আইডি কেন্সেল। # বালাগ হুরুব। # শকসি ভিসা। # ভিজিট ভিসা ইত্যাদি। এই সমস্ত কারণে যারা দীর্ঘ দিন ধরে অবৈধ হয়ে আছে,আগামী ১০ অক্টোবর থেকে ৩১ ই ডিসেম্বর মধ্যে CID অফিসে যোগাযোগ করতে হবে। এই সমস্ত অবৈধ ব্যক্তিদের জরিমানা আংশিক বা পুরাপুরি মওকুফ করার ব্যাপারে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে। তবে এই সুযোগ টি যারা গ্রহণ না করবে তাদের বিরোধে কঠোর অবস্থান নিবে কাতার সরকার। #srpa2z #DohaQatarNews

Category

Show more

Comments - 109