Duration 10:19

নিজের স্ত্রী হাতে শহীদ হওয়া ইমাম হাসান (রাঃ) এর জীবন কাহিনী | ইমাম হাসানের মৃত্যুর ঘটনা

1 219 watched
0
16
Published 20 Jul 2023

আজকে এই ভিডিওতে আমরা যা যা জানতে পারবো তা হলোঃ ইমাম হাসান (রাঃ) এর জীবন কাহিনী । ইমাম হাসান এর জীবন কাহিনী । হাসান রাঃ এর জীবনী । ইমাম হাসান রাঃ এর শাহাদাতের ঘটনা । হযরত হাসান রাঃ এর জীবনী । ইমাম হাসানের জীবনী । হযরত হাসান রাঃ এর মৃত্যু । ইমাম হাসান (আ.) এর জীবনী । হাসান ইবনে আলী এর জীবনী । ইমাম হাসান রাঃ এর জীবন কাহিনী । ইমাম হাসান (আঃ) এর সংক্ষিপ্ত জীবনী । ইমাম হাসান রাঃ এর জীবনী । হযরত হাসান ও হোসাইন এর জীবনী । ইমাম হাসানের বিষ পান । ইমাম হাসানের মৃত্যুর ঘটনা ও ইমাম হাসান হোসেনের কাহিনী ইত্যাদি। ইমাম হাসান (আ.) ৩য় হিজরী’র ১৫ই রমজানের রাতে মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি আমিরুল মু’মিনীন হযরত আলী (আ.) ও নারীকূলের শিরোমনি হযরত ফাতেমা যাহরা (সা আ.) এর প্রথম সন্তান। হযরত মহানবী (স.) তাঁর জন্মের পর তাঁকে কোলে তুলে নিয়ে তাঁর বাম কানে ইকামত দেন। অতঃপর একটি দুম্বা কুরবানী করেন এবং তার মাথার চুল কামিয়ে সে চুলের ওজনে রূপা দরিদ্র ও অভাবীদের মাঝে বিতরণ করে তাঁর মাথায় আতর লাগাতে বলেন। আর তখন হতেই মাথার চুলের ওজনে সাদকা দেওয়া ও আকিকা করা একটি সুন্নতে পরিণত হয়। মহানবী (স.) এ নবজাতকের নাম রাখলে হাসান। জাহিলিয়্যাতের যুগে যে নাম পূর্বে কখনও ব্যবহৃত হয়নি। কুনিয়া হিসেবে ‘আবু মুহাম্মাদ’ নামটিকে তাঁর জন্য বেছে নিলেন। আর এটাই হল তাঁর একমাত্র কুনিয়া। তাঁর উপাধী সমূহের মধ্যে সিবত, সাইয়্যেদ, যাকি, মুজতবা উল্লেখযোগ্য, এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ উপাধিটি হচ্ছে মুজতবা। মহানবী (স.) ইমাম হাসান (আ.) ও তাঁর ভাই ইমাম হুসাইন (আ.) কে অত্যন্ত ভালবাসতেন। তিনি বারংবার বলতেন: হাসান ও হুসাইন আমার সন্তান। আমিরুল মু’মিনীন আলী ইবনে আবি তালিব (আ.)ও তাঁর (স.) কথাকে স্মরণ করে নিজের অন্যান্য সন্তানদেরকে বলতেন: তোমরা আমার সন্তান এবং হাসান ও হুসাইন আল্লাহর রাসূল (স.) এর সন্তান। যদি আর একটিও ভিডিও মিস না করতে চান, তবে এক্ষুণি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ #Masud_Records

Category

Show more

Comments - 0